বায়ার্ন মিউনিখের ২-০ গোলে জয়

|

ইউনিয়ন বার্লিনকে হারিয়েছে ২-০ গোলে জয় বায়ার্ন মিউনিকের। ছবি: সংগৃহীত

ইউরোপে একমাত্র চালু হওয়া ফুটবল লিগ বুন্দেসলিগায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে হারিয়েছে ২-০ গোলে।

এদিকে, দিনের আরেক ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও কোলনের সাথে ড্র করেছে মেইঞ্জ। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট ছিলো বাভারিয়ানদের।

দর্শকহীন গ্যালারিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই টমাস মুলার বল জালে জড়ান। অবশ্য অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন লেভানডভস্কি।

ম্যাচে ফিরতে মরিয়া ইউনিয়ন বার্লিন একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। উল্টো ম্যাচের ৮০ মিনিটে কিমিচের কর্নার থেকে মাথা ছুঁইয়ে বায়ার্নের জয় নিশ্চিত করেন বেঞ্জামিন পাভার।

এই জয়ে ২৬ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৪ পয়েন্টে এগিয়ে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply