রানওয়ে থেকে ছিটকে গেল বিমান!

|

অবতরণের আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু, অবতরণের সময় হঠাৎই ছিটকে পড়লো বিমান। বরফাচ্ছন্ন রানওয়ে থেকে পিছলে গিয়ে আরেকটু হলেই কৃষ্ণ সাগরে সলিল সমাধি ঘটে যাচ্ছিল। তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী ত্রাবজোন বিমান বন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিমানটির চাকা সাগরের পাড়ে কাদায় আটকে যায়। পেগাসাস এয়ারলাইন্সের পিসি-৮৬২২ নামের এই ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল ১৬২। ছিলেন দু’জন পাইলট এবং চারজন কেবিন ক্রু। তবে, অলৌকিকভাবে বেঁচে গেছেন সবাই। এমনকি আহত পর্যন্ত হয়নি কেউ!

ফাতেমা গরদু নামে বিমানের এক যাত্রী তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলুকে বলেন, আমরা সবাই বিমানটির একপাশে গিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সবাই চিৎকার করছিলো।’

দুর্ঘটনার পর ত্রাবজোন বিমান বন্দরটি রোববার স্থানীয় সময় সকাল ৯.৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে।

ত্রাবজোনের গভর্নর ইউসেল ইয়াভুজ এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। দুর্ঘটনার, কারণ অনুসন্ধানে বিশদ তদন্ত করা হচ্ছে।

যমুনা অনলাইন: এএস/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply