করোনা জয় করে বাসায় ফিরলেন অধ্যাপক মুনতাসীর মামুন

|

১৬ দিন করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন। আজ তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী। অধ্যাপক মুনতাসীর মামুন ইতিহাস সম্মিলনীর উপদেষ্টা সভাপতি।

করোনা আক্রান্ত হয়ে গত ৩ মে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মামুন। পরের দিন প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক মামুনের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৭ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের এইচডিইউতে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে আরও দুইবার কোভিড টেস্ট করা হয়। দুইবারই নেগেটিভ ফল আসে। এরপর সিএমএইচ কর্তৃপক্ষ আজ তাকে করোনা-মুক্ত ঘোষণা করে।

এর আগে তার মা জাহানারা খানও ৮৬ বছর বয়সে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply