বেসরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশনা

|

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সকল রোগীদের সেবা নিশ্চিতে এক রিটের পরিপ্রেক্ষিতে দুটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ এ নির্দেশনা দেন আদালত।

জনস্বার্থে রিটটি দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB)। বিবাদি করা হয় করোনা ভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ, অতি. সচিব (হাসপাতাল) এবং বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির চেয়ারম্যান বা সেক্রেটারি।

শুনানিতে অংশ নেয়া আইনজীবী মনজিল মোরসেদ জানান, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতে বিবাদিদের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সমূহ সম্পর্কে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply