শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ

|

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন সুস্থ। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে ১৪ মার্চ প্রথম করোনা শনাক্তের পর এক সপ্তাহে আটজন বৃদ্ধি পায়। পর্যায়ক্রমে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জনে। এর মধ্যে মারা যান দুইজন।

এদিকে চলতি মাসের ছয় তারিখের পর এ উপজেলায় নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। তবে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত না হলে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম বলেন, ‘শিবচর উপজেলায় নতুন সংক্রমণ আপাতত নেই। কেউ চিকিৎসাধীনও নেই। তবে শিবচরে এখনো ঝুঁকি আছে। স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সকলে কাজ করছে।’

শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘আগের চেয়ে মানুষ সচেতন হয়েছে। বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানাসহ স্বাস্থ বিধি মানার ক্ষেত্রে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply