২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার এডিপি অনুমোদন

|

আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি অনুমোদন দেয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে অভ্যন্তরীণ উৎস হলে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। সেই হিসাবে মূল এডিপির আকার বাড়ছে মাত্র ১ দশমিক ২ শতাংশ। এডিপির আকার কম-বৃদ্ধির দিক থেকে যা একটি রেকর্ড। কাঙ্ক্ষিত হারে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় চলতি অর্থবছরে সংশোধিত এডিপির আকার কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা করা হয়েছে। সভায় ২০টি খাতে এডিপির বরাদ্দের খসড়া উপস্থাপন করা হয়। সবচেয়ে বেশি ৫২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। এছাড়া ভৌতি পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ত খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ হাজার ৭৯৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply