২ জুন থেকে বাংলাদেশে বন্ধ হচ্ছে উবার ইটস

|

আগামী ২ জুন থেকে বাংলাদেশে নিজেদের কার্যক্রম বন্ধ করতে চলছে রাইড শেয়ারিং জায়ান্ট উবারের ফুড ডেলিভারি প্রতিষ্ঠান উবার ইটস।

আজ মঙ্গলবার উবারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন ঘোষণা দেয় তারা।

তারা জানায়, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাবার পৌঁছে দেয়ার ১ বছর পর আমরা একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। আগামী ২রা জুন ২০২০ তারিখ থেকে বাংলাদেশে উবার ইটস-এর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে. কিন্তু আমাদের রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এদেশে আমাদের কমিউনিটিকে সেবা প্রদান করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের গুরুত্বপূর্ণ কর্মী, রেস্টুরেন্ট পার্টনার, ডেলিভারি পার্টনার এবং গ্রাহকরা যারা আমাদের সহায়তা করেছেন তাদের উপরে যেন এই সিদ্ধান্তের প্রভাব কম হয় সেটা নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম কর্তব্য।

সবশেষে, এই সুযোগে আমরা আমাদের পুরো উবার ইটস বাংলাদেশ কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply