মনোনয়ন জমা দিলেন তাবিথ

|

বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আবেদন জমা দিয়েছেন তাবিথ আওয়াল। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন জমা দেন তাবিথ আওয়াল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে আবেদনটি জমা দেন তিনি।

গত নির্বাচানেও ঢাকা উত্তরে সিটি করপোরেশ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিযোগিতা করেছিলেন তাবিথ। মনোনয়ন জমা দেয়া শেষে আজ সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, গত বারের মত এবারও দল তাকে মনোনয়ন দেবে, এবং সুষ্ট নির্বাচন হলে বিএনপির প্রার্থীই উপনির্বাচনে বিজয়ী হবে বলে প্রত্যাশা তাবিথ আউয়ালের।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে গতকাল বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন পাঁচজন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- তাবিথ আউয়াল, দলের বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহিদ এবং ঢাকা উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply