রাজধানীর কাকরাইলেই করোনা শনাক্ত ২৯৮ জন

|

ফাইল ছবি

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই। আইডিসিআরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু কাকরাইল এলাকাতেই শনাক্ত ২৯৮ জন। এরপরই রয়েছে যাত্রাবাড়িতে ২৫৫ ও মহাখালীতে ২৪৭ জন।

রাজধানীর অন্যান্য এলাকার ভেতরে রাজারবাগে শনাক্ত হয়েছে ২০৬ জন করোনা রোগী। মুগদায়- ২২০, মোহাম্মদপুরে ২১৮, তেজগাঁওয়ে-১৫১, লালবাগে ১২৪, বাবুবাজারে ১১৭ ও বংশালে ৮৪ জন শনাক্ত।

এছাড়া, উত্তরায় ১৩৪, আগারগাঁওয়ে ৭৮, ওয়ারীতে ৭৬, শাহবাগে ৭৪ জন। গুলশান ও শ্যামলী উভয় জায়গাতেই শনাক্ত ৭১ জন। মগবাজারে ১৩৮, মালিবাগে ১১৬, বাড্ডায় ১০১, ধানমন্ডিতে ১১৬, খিলগাঁও-এ ৮৮ ও বংশালে ৮৪ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিরপুরে ৯১, মিরপুর-১ এ ৫৮ , মিরপুর-১১ তে ৫০, মিরপুর-১২ তে ৪৩ ও মিরপুর-১৪ তে ৪২ জন শনাক্ত হয়েছে এখন পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply