ঘূর্ণিঝড় আম্পান: ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে

|

ঘূর্ণিঝড় আম্পান থেকে জানমাল রক্ষায় উপকূলীয় এলাকার ২৪ লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর থেকে উপকূলীয় এলাকায় মাইকিং করে স্থানীয় প্রশাসন। আহ্বান জানানো হয় নিরাপদ স্থানে সরে যেতে। নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে চলেও যায়। তবে অনেকেই নানা অজুহাতে থেকে যায় বাড়িতে। অনীহা দেখায় আশ্রয় কেন্দ্রে যেতে।

ভোলার আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে সোয়া ৩ লাখ মানুষ। নিরাপদ স্থানে নেয়া হয়েছে ১ লাখ ৩৬ হাজার গবাদি পশুকে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্লাবিত ঢালেরচরের ৫ হাজার মানুষ রয়েছে পানিবন্দি। এদিকে, লক্ষ্মীপুরের উপকূলের মানুষদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে মাত্র দুইশ’ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply