ঘূর্ণিঝড় ‘আম্পান’: জোয়ারে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

|

বাংলাদেশের উপকূলে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় আম্পান। সুপারসাইক্লোনটির বর্ধিতাংশ অতিক্রম শুরু করেছে বাংলাদেশের সীমানা।

এরমধ্যই চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় ‘আম্পান’ এ জোয়ারে ভেসে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত যুবকের নাম মো. সালাউদ্দিন (১৮)। তিনি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের ছেলে।

এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে অধিকাংশ মানুষকে। আম্পানের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। পটুয়াখালি ও ভোলায় গাছ চাপায় ২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে ফুলে ফেঁপে উঠেছে সাগর ও নদ-নদী। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে বরগুনা, বরিশাল, বাগেরহাটসহ উপকূলের বেশিরভাগ জেলায় জারি রয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে রাত বারোটা নাগাদ বাংলাদেশ সীমানা অতিক্রম করতে পারে সুপার সাইক্লোনের প্রবল অংশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply