আম্পানের প্রভাবে ঢাকায় রাতভর বৃষ্টি

|

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। বুধবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা ও মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

রাত বাড়ার সাথে সাথে রাজধানীতে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। এতে রাজধানীর কোথাও কোথাও পানি জমে যায়।

আবহাওয়া অফিসের সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আম্পানের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, আগামী দু-একদিন বৃষ্টি অব্যাহত থাকব বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply