উপকূলবর্তী জেলাতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ‘আম্পান’

|

উপকূলবর্তী জেলাগুলোয় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। প্রায় দেড়শ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে সুপার সাইক্লোন। সাতক্ষীরা, খুলনা, যশোর হয়ে ক্রমশ শক্তি হারিয়ে এখন রাজশাহী অঞ্চলে অবস্থান করছে সাইক্লোনটি। এর প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে।

ভূমিতে আছড়ে পড়ার পর উপকূলে তাণ্ডব চালায় সুপার সাইক্লোন আম্পান। ঝড়ের প্রভাবে সাতক্ষীরায় বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নোনাজল ঢুকে পড়ে লোকালয়ে। উপকূলবর্তী নিম্নাঞ্চলসহ আশেপাশের জেলা শহরগুলো প্লাবিত হয়। জলবন্দি হয়ে পড়ে অনেকে।

ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও গাছ। দুইদিন ধরে স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার চেষ্টা চললেও বরগুনা, পটুয়াখালী ও বাগেরহাটে অনেকে শেষ সময় পর্যন্ত গবাদিপশুসহ রয়ে যান বসতবাড়িতে।

আম্পানের মূল অংশ, অর্থাৎ চোখ বাংলাদেশ উপকূলে আঘাত হানেনি, তাই ঝড়ো হাওয়া আর বৃষ্টি ঝড়িয়ে ক্রমশ দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড়টি।

এটি রাতের মধ্যে আরও দুর্বল হয়ে উত্তর-পশ্চিম সীমান্তে এগোতে থাকে। আমপানের প্রভাবে উপকূলীয় জেলায় ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছাস দেখা দেয়।

পল্লী উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝড়ের সময় বিদ্যুৎহীন সময় কাটে ১০ জেলার অন্তত ৩৩ লাখ মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply