আম্পানের জেরে সুন্দরবন সীমান্তে বিএসএফ’র টহল বন্ধ

|

ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর কারণে সুন্দরবন ও ইছামতি নদী থেকে তিনটি ভাসমান সীমান্ত চৌকি সরিয়ে নিয়েছে বিএসএফ। খবর ভারতীয় গণমাধ্যম এশিয়া নিউজ ডট নেট’র।

বিএসএফ জানায়, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির শঙ্কায় চৌকিগুলো সরিয়ে নেয়া হয়েছে। সেইসাথে আরও ৪৫টি পেট্রোল বোটকেও সরিয়ে নিয়েছে তারা।

বিএসএফ’র দক্ষিণবঙ্গের ডিআইজি এস এস গুলেরিয়া বলেন, ঝড় চলাকালীন সময়ে বিএসএফ সদস্যরা স্থলসীমান্তে পায়ে হেটে ও গাড়িতে করে টহল দিতে থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply