আজ সেই দিন, ভারতের বিপক্ষে সাঈদ আনোয়ার করেছিলেন ১৯৪

|

পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান ৩৯ রানের বেশি করতে পারেননি। সেখানে সাঈদ আনোয়ার একাই করেন ১৯৪, মাত্র ১৪৬ বলে। ২২টি চার ও পাঁচটি ছয়। এর মধ্যে টানা তিনটি ছক্কা অনিল কুম্বলের বলে। তার ব্যাটিং বৈভবে পাকিস্তান ৩৫ রানে হারায় ভারতকে। ১৯৯৭-র ২১ মে চেন্নাইয়ে ইন্ডিপেনডেন্স কাপের ম্যাচে। সেসময় বাঁ-হাতি ওপেনার সাঈদ আনোয়ারের ১৯৪ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ওডিআইতে। দীর্ঘদিন এই রেকর্ডের মালিক ছিলেন এই ব্যাটসম্যান।

পাকিস্তান এই জাতীয় ক্রিকেটার দলের হয়ে ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলছেন। তিনি ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১১টি শতকসহ ৪০৫২ রান সংগ্রহ করেছন। তিনি ২৪৭টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে ২০টি শতকসহ ৮৮২৪ রান সংগ্রহ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply