বন্যপ্রাণি খাওয়া নিষিদ্ধ করে উহানকে ‘অভয়াশ্রম’ ঘোষণা

|

চীনের উহান শহর বন্যপ্রাণির জন্য অভয়আশ্রম ঘোষণা করে মাংস খাওয়া আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার এই ঘোষণা দেয়া হয়। ঘোষণার পাশাপাশি এ ধরনের পশুপাখি পালন করে জীবিকা করেন যেসব খামারি তাদের নগদ অর্থ সহায়তা দেয়া হবে বলে জানানো হয়।

২০১৯ সালের ডিসেম্বর মাস নাগাদ চিনের হুবেই প্রদেশের উহান শহরের বন্যপ্রাণির বাজার থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। তার পর সেই ভাইরাস সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। লাখ লাখ মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত।

ফার্মের মালিকদের প্রতি কেজি কোবরা ও র‍্যাটল স্নেকের জন্য ১২০ ইউয়ান ও প্রতি কেজি বাঁদুরের জন্য ৭৫ ইউয়ান ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

এদিকে উহান নগর কর্তৃপক্ষ মাংস খাওয়া নিষিদ্ধ করার পাশাপাশি শহরের সীমানার মধ্যে কোনো বন্যপ্রাণি শিকার ও বাণিজ্য, বেচা কেনা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা আগামী পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply