আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৮০

|

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানে বাড়ছে মৃতের সংখ্যা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। নিহতদের পরিবারকে আড়াই লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কেবল পশ্চিমবঙ্গই নয়, ভারতের ইতিহাসেই সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে সুপার সাইক্লোনটি। সময় গড়ানোর সাথে সাথে রাজ্যে আম্পানের ধ্বংসযজ্ঞ স্পষ্ট হচ্ছে আরও। ঘরবাড়ি হারিয়েছেন লাখ লাখ মানুষ। নষ্ট হয়েছে ফসলের জমি। গাছপালা উপড়ে এখনও বন্ধ বহু রাস্তাঘাট।

এদিকে, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রত্যন্ত এলাকার লাখো মানুষ। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করা হয়েছে। বিমানের মাধ্যমে জরিপ চালাবে তারা।

আজ শুক্রবার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply