ইন্দোনেশিয়ায় করোনা সতর্কতাকে উপেক্ষা করে ঈদে বাড়ি ফেরার হিড়িক

|

ছবি: সংগৃহীত

করোনা সতর্কতাকে উপেক্ষা করেই ইন্দোনেশিয়ায় ঈদ উপলক্ষে ঘর ছাড়ছে হাজারো মানুষ। বিমানসহ সব পরিবহনেই যাত্রীদের ভিড়।

বিমানবন্দরে প্রবেশের আগে করোনামুক্ত হওয়ার প্রমাণ দেখাতে হচ্ছে যাত্রীদের। সরকারের তরফ থেকে ঈদ-উল-ফিতরে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হলেও তা মানছে না অনেকেই। নানা অজুহাতে বাড়ি ফিরছেন তারা।

লকডাউন হলেও ব্যবসা বাণিজ্য ও জরুরি প্রয়োজনে ভ্রমণের সুযোগ রয়েছে ইন্দোনেশিয়ায়। তবে সে সুযোগকে কাজে লাগিয়ে প্রতিদিনই বহু মানুষ এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করছে। যথাযথ কারণ দর্শানোর নিয়ম থাকলেও সে বিষয়ে কড়াকড়ি নেই।

ইন্দোনেশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে অভ্যন্তরীণ ফ্লাইটে দৈনিক প্রায় ৪ হাজার যাত্রী যাতায়াত করে।

উল্লেখ্য, চীনের বাইরে পূর্ব এশিয়ায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply