আড়াই মাসে ৩০ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

|

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে মাত্র আড়াই মাসে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসেব অনুযায়ী, দেশে করোনা শনাক্তের সংখ্যা বর্তমানে ৩০ হাজার ২০৫ জন। এরমধ্যে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৯০ জন। আর মারা গেছেন ৪৩২ জন।

অধিদফতরের প্রদত্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে নিষ্পন্ন (ক্লোজড) কেইসের ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় ৬.৯৮ শতাংশ। করোনার পরিসংখ্যান রাখা সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এই হার ১৪ শতাংশ।

মোট আক্রান্তের সাপেক্ষে মৃত্যুর হার নির্ধারণের পদ্ধতি অনুসরণ করলে বাংলাদেশের করোনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এটিও বিশ্বের অনেক দেশের চেয়ে কম।

ডাটা বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের রোগের ক্ষেত্রে নিষ্পন্ন কেইসের সাপেক্ষে মৃত্যুর হার নির্ধারণ করলে প্রকৃত চিত্র বোঝা যায়। একই কারণে ওয়ার্ল্ডোমিটার এই পদ্ধতি অনুসরণ করেছে।

করোনায় বিপর্যন্ত হওয়া ইউরোপের দেশগুলো কিংবা আমেরিকার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সেই দেশগুলোতেও আক্রান্তের সংখ্যা ২ মাস পর ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। বাংলাদেশেও চিত্র অনেকটা একই। ফলে, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মনে চলতে বারবার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply