আন্তার্জাতিক ফ্লাইট চালুর পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, রাজি নয় বিমান

|

সীমিত আকারে হলেও দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালুর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী। তবে বাণিজ্যিকভাবে লাভজনক হবে না, তাই আপাতত তা করতে রাজি নয় বিমান বাংলাদেশ।

মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক এভিয়েশন সংস্থার নির্দেশনামত বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেয়া হচ্ছে। সরকার চাইলে যে কোন সময়ই ফ্লাইট চালু সম্ভব বলেও জানায় মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অনেকের জরুরি কাজও আছে যুক্তরাষ্ট্রের মত দেশে। অবশ্য এরই মধ্যে চাটার্ড ফ্লাইটে অনেকেই ফিরেছেন যুক্তরাজ্যে। গেল সপ্তাহে কিছু রুটে ফ্লাইট চালুর প্রস্তাবও করেছিলেন পররাষ্ট্র মন্ত্রী।

বিমান বলছে, ঢাকা-লন্ডন ফ্লাইটে যাত্রী মিলবে না। আবার সিঙ্গাপুরে গেলে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এছাড়া থাইল্যান্ডসহ বহু দেশে আছে নানা কড়াকড়ি। তাই ব্যবসায়িক কারণেই এখন ফ্লাইট চালুর বিপক্ষে বিমান। তব ঢাকা-গোয়াংজু ফ্লাইট চালুর কথা বলছে বিমান।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, যে কোন সময় ফ্লাইট চালুর প্রস্তুতি আছে। পাশাপাশি বিমানবন্দর ও ফ্লাইট ব্যবস্থাপনা সময়োপযোগী করার কাজও চলছে বলে জানান তিনি।

দেশে করোনা সংক্রমণের তিন সপ্তাহ পরেও ২৯ মার্চ পর্যন্ত লন্ডনের সাথে নিয়মিত ফ্লাইট চালিয়েছে বিমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply