মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশকিছু দেশে পালিত হচ্ছে ঈদ

|

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বেশকিছু দেশে পবিত্র ঈদুল ফিতর আজ। করোনা আতঙ্কের কারণে নানা বাধ্যবাধকতায় পালিত হচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব।

এরইমাঝে, ইন্দোনেশিয়ায় সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। মসজিদে প্রবেশে বিধিনিষেধ থাকায় রাস্তার ওপরই দফায়-দফায় নামাজ পড়েন মুসল্লিরা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কোটি কোটি মুসল্লি উদযাপন করছেন ঈদ।

ভৌগলিক অবস্থানে পার্থক্য থাকলেও এবার সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ পালিত হচ্ছে পাকিস্তানে। করোনাভাইরাসের বিস্তার রোধে এবার লকডাউন এবং কারফিউ এর কারণে বন্ধ বেশিরভাগ ঈদ জামাত। মক্কা-মদিনাসহ বিভিন্ন দেশে ময়দান আর মসজিদে ঈদের নামাজ পড়ার ওপর রয়েছে বিধিনিষেধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply