মাদারীপুরের ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদ

|

স্টাফ রিপোর্টার:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ-উল ফিতর। সুরেশ্বরী (রাঃ) এর প্রায় ৩০ হাজার ভক্ত অনুসারী আজ রোববার ঈদ উদযাপন করেছে। এবার করোনা ভাইরাস সংক্রমনের কারণে এলাকার দুটি মসজিদে সকাল ৯টায় একই সাথে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা প্রায় দেড় শত বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা পালন করে আসছেন।

যেসব গ্রামে ঈদ হচ্ছে সেগুলো হলো, সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, স্বর্ণকারপট্টিসহ জেলার অন্তত ৪০ গ্রাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply