লকডাউন ভঙ্গের পরও মুখ্য উপদেষ্টাকেই সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

|

লকডাউন নীতিমালা ভঙ্গের পরও মুখ্য উপদেষ্টাকেই ফের সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিতর্কের মুখে রোববার নিজেই ব্রিফিং করেন তিনি।

জনসন বলেন, গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে ডমিনিক কামিং’কে। প্রধানমন্ত্রীর দাবি- কোন রিসোর্টে ছুটি কাটানোর জন্য নয় বরং সন্তানকে রক্ষায় সস্ত্রীক আইসোলেশনে গিয়েছিলেন উপদেষ্টা। এই দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত এমন সন্দেহ করা হচ্ছে।

অভিযোগ, লকডাউন নীতিমালার তোয়াক্কা না করেই লন্ডন থেকে ২৬০ মাইল দূরের কাউন্টি ডুরহামে ভ্রমণ করেন তারা। উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরেও দেখা গেছে এই জুটিকে। এজন্য, কামিংয়ের পদত্যাগ দাবি করেন অনেক আইনপ্রণেতা।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, গেলো দু’দিন যাবত উপদেষ্টা ডমিনিক কামিং’কে নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। সবাইকে বলবো নিজেকে জিজ্ঞেস করুন- সামাজিক দূরত্ব, স্টে অ্যাট হোম, করোনা স্বাস্থ্যবিধি কি মেনে চলছেন? কিন্তু, করোনা সন্দেহের কারণে সন্তানকে রক্ষায় আইসোলেশনে গেছেন কামিং ও তার স্ত্রী। মহামারি চলাকালে যা সবচেয়ে দায়িত্বশীল আচরণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply