দেশে করোনা রোগীর ৪০ শতাংশই রাজধানীর, সবচেয়ে বেশি মহাখালীতে

|

দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। ঢাকা জেলাতে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৬৯২ জন। এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে করোনা শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৭৫ জন। আইইডিসিআর’র সরবরাহ করা গত ২৫ মে পর্যন্ত দেয়া তথ্যের আলোকে এমনটা জানা যায়।

মহানগরীতে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহাখালীতে। সেখানে মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩৭ জন। এরপরে শনাক্তের তালিকায় রয়েছে মহানগরীর যাত্রাবাড়ী এলাকা, সেখানে শনাক্ত হয়েছে ৩০৭ জন। তারপর কাকরাইলে শনাক্ত হয়েছে ২৯৮ জন।

রাজধানীর মুগদায় ২৯৫, মোহাম্মদপুরে ২৮০, রাজারবাগ ২১৩, উত্তরায় ২১১, মিরপুরে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রাজধানীর মগবাজারে ১৯৭, তেজগাঁয়ে ১৭৭, লালবাগে ১৬২, খিলগাঁয়ে ১৫০, ধানমণ্ডিতে ১৪৯, বাবু বাজার এলাকায় ১৪৩, মালিবাগে ১৩১ ও বাড্ডায় ১২৭ জন করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে ঢাকার পরেই সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায়। জেলাটি করোনা বিস্তারে দেশের একটি এপিসেন্টার হিসেবেও বিবেচিত। জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা এক হাজার ৮৩৭ জন।

দেশে এ পর্যন্ত ৩৬,৭৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫২২ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply