বিষাক্ত স্পিরিট খেয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

|

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পান করে প্রথমে ৪ জনের মৃত্যু হলেও দুপুরে স্বামী-স্ত্রীসহ আরো দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। এদের মধ্যে বিরামপুর হাসপাতালে মারা গেছে ৫ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১ জন।

মৃতরা হলেন, আব্দুল মতিন, আজিজুল ইসলাম, মহসীন আলী, অমৃত, শফিকুল ও তার স্ত্রী মঞ্জুয়ারা। এদের সকলের বিরামপুর পৌর সদরের বাসিন্দা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় পানীয় পান করে অসুস্থ হয়ে পরার পর তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গত রাতে উপজেলার মাহমুদপুর এলাকায় মদের বদলে স্পিরিট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান-নিহতদের লাশ থানায় আনা হয়েছে। কি ধরনের অ্যালকোহল পান করে তাদের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর নিশ্চিত করা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply