বায়ার্ন মিউনিখের ১-০ গোলে জয়

|

ছবি: সংগৃহীত

বিগ ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লিগ শিরোপা জয়ের লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে লিড সুসংহত করেছে বাভারিয়ানরা।

রাতে অন্য দুই ম্যাচে ভলসবুর্গ ৪-১ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেনকে। আর ফ্রাঙ্কফুর্ট ও ফেরিবার্গের ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে।

বায়ার্ন-বরুশিয়ার হোস্ট ছিলো ডর্টমুন্ডের হোম গ্রাউন্ড সিগনাল ইদুনা পার্ক। যেখানে ম্যাচের শুরু থেকে দাপুটে ছিলো মুলার, লেভানডোভস্কিরা। মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে অনেকটা নিষ্প্রভ হয়ে ছিলেন বরুশিয়ার দুই তারকা এরলিং হ্যালান্ড ও জর্ডান সানচো।

এদিকে, ৪৩ মিনিটে দুর্দান্ত চিপে বরুশিয়া গোলরক্ষক বুর্কিকে বোকা বানিয়ে বায়ার্নকে লিড এনে দেন মেকশিফট মিডফিল্ডার জশুয়া কিমিচ। দ্বিতীয়ার্ধে লিড পাওয়ার সম্ভাবনা জাগিয়ে ছিলো ডর্টমুন্ড। কিন্তু এরলিং হ্যালান্ডের শট ডি বক্সের ভেতরে থাকা বায়ার্ন ডিফেন্ডার বোয়েট্যাংয়ের বাহুতে লাগলেও চোখ এড়িয়ে যায় রেফরি ও ভিএআর অফিসিয়ালদের। আর তাতেই ১-০ গোলে জয়ে ৭ পয়েন্টের লিড নিয়ে শিরোপার আরও কাছে বায়ার্ন মিউনিখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply