শাহজালালে ৪ কেজি স্বর্ণ আটক

|

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের শুল্ক গোয়েন্দারা যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। আটককৃত স্বর্ণের বারগুলোর ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম।
মঙ্গলবার মধ্যরাতে স্বর্ণের বারগুলোসহ আনোয়ার হোসেন নামের এ যাত্রীকে আটক করা হয়। ঢাকার মোহাম্মদপুরে বাসিন্দা চলতি বছরের জানুয়ারিতে দুইবার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাতায়াত করেছেন। ২০১৭ সালে এই যাত্রী ৫ বার বিদেশ গিয়েছেন।
সোমবার রাত নটায় সিঙ্গাপুর হতে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে থাকা আনোয়ার হোসেনকে গ্রিন চ্যানেল পার হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। অনেক নাটকীয়তার পর স্বর্ণ উদ্ধার হয় রাত প্রায় ১ টায়। 
জিজ্ঞাসাবাদে তিনি একজন লাগেজ ব্যবসায়ি হিসেবে নিজের পরিচিত দেন। স্বর্ণের বারগুলো রেজাউল নামের এক ব্যক্তির বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াত টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ বহন করছিলেন।
আটককৃত যাত্রী মোঃ আনোয়ার হোসেনকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়েছে ও তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply