বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে পুলিশ সদস্যের মৃত্যু

|

বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে পুলিশ সদস্যের মৃত্যু

কনস্টেবল সোহেল মাহমুদ

বরিশাল ব্যুরো:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তির সাড়ে ৩ ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়।

কনস্টেবল সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েল ফেয়ার শাখায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকীতে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পুলিশ সদস্য সোহেল মাহমুদ ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেলের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। তার ‘অক্সিজেন লেভেল’ অনেক বেশি কমে গেলে তাকে তাৎক্ষণিকভাবে ভেন্টিলেটর দেয়া হয়। তিনি আরও বলেন, কনস্টেবল সোহেল মাহমুদের রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply