প্রতি ৬ তরুণের মধ্যে একজনের বেশি কর্মহীন: আইএলও

|

করোনাভাইরাসের কারণে দেশের তরুণরা কর্মহীন হয়ে পড়েছেন। প্রতি ৬ জনের মধ্যে একজন কর্মহীন হয়ে পড়েছে। এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)। ‘আইএলও মনিটর : কভিড-১৯ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক’ এর চতুর্থ সংস্করণে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানা যায়, করোনার প্রভাবে তরুণদের প্রতি ছয় জনে একজন কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া যারা এখনো কাজ করছেন তাদের কর্মঘণ্টা ২৩ শতাংশ হ্রাস পেয়েছে।

আইএলও জানায়, দেশের চারভাগের একভাগের বেশি (২৭.৩৯ শতাংশ) তরুণ বেকার রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারি মাস থেকেই তরুণদের মধ্যে বেকারত্ব বেড়েছে। তরুণদের থেকে বেশি তরুণীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২০ সালের প্রথম তিনমাসে দুনিয়াতে ৪ দশমিক ৮ শতাংশ কর্মঘণ্টা হারিয়ে গেছে। প্রায় ২৭ কোটি তরুণ কর্মহীন হয়ে পড়েছে।

চলমান মহামারিতে তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনভাবে- একদিকে তারা কাজ হারাচ্ছেন অন্যদিকে তাদের শিক্ষা, প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। এজন্য চাকরিতে প্রবেশ ও দক্ষতা বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে।

আইএলও কর্মক্ষেত্রগুলো চালু করার জন্য শক্তিশালী টেস্টিং ও ট্রেসিং ব্যবস্থা চালু করতে বলেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply