যশোরে সীমিত আকারে দোকান পাট চালু

|

স্টাফ রিপোর্টার, যশোর:

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধের জন্য বন্ধ রাখা যশোরের দোকান পাট দীর্ঘ দিন পর সীমিত আকারে খোলার অনুমতি দেয়া হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি গতকাল বৈঠক শেষে এ সিদ্ধান্ত দেয়। এরপর আজ সকাল থেকে শহরে দোকান পাট খুলেছে। করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এর আগে ২৭ এপ্রিল যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর সরকারি সিদ্ধান্তে শর্তসাপেক্ষে ১০ মে থেকে সীমিত আকারে দোকান পাট খোলার অনুমতি দেয়া হয়।

তবে এরপর যশোরে আবার করোনা রোগী বাড়তে থাকায় এক সপ্তাহ পর ঈদের আগে আবারও দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সর্বশেষ গতকাল আবারও দোকান পাট খোলার অনুমতি দেয়া হয়েছে।

জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন। তবে এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply