অর্থনীতি বাঁচাতে দুই মাস পর ট্রেন চালু করলো তুরস্ক

|

ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করছে তুরস্ক। খুলে দেয়া হচ্ছে সব ধরনের প্রতিষ্ঠান। এরইমধ্যে দুই মাস ধরে বন্ধ থাকা আন্তঃনগর ট্রেন চালু করেছে দেশটির সরকার।

এ বিষয়ে দেশটির পরিবহনমন্ত্রী আদিল কারাইসমাইলগলু বলেন, দেশের অর্থনীতি বাঁচাতে আন্তঃনগর ট্রেন চালু করা হয়েছে। তবে করোনা বিস্তার রোধে স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে ট্রেনের ধারণক্ষমতা অর্ধেকে নিয়ে আসা হয়েছে। তবে এক্ষেত্রে টিকেটের দাম বাড়ানো হচ্ছে না।

করোনা উপসর্গ নিয়ে আসা যাত্রীরা কিভাবে ট্রেনের যাত্রা করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে যেসব যাত্রীদের করোনা উপসর্গ রয়েছে, তাদের জন্য আইসোলেশন কম্পার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে।

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত করোনাভাইরাসে ৩ লাখ ৫৯ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে। আর প্রাণঘাতী এই মহামারিতে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৪১ হাজার ৮২০ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply