শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে রোববার

|

টানা ২ মাস বন্ধের পর অবশেষে রোববার চালু হচ্ছে শেয়ারবাজার। লেনদেনের সময়সীমা ১ ঘণ্টা কমে আসছে। নতুন নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। তবে এক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলোকে সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য দায়িত্ব নেয়া কমিশনের প্রথম সভায় লেনদেন চালুর ব্যাপারে অনাপত্তি দেয়া হয়। তবে বাজার কোন দিন চালু হবে, সে সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জের ওপর ছেড়ে দেয়া হয়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) একই সিদ্ধান্ত নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply