সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

|

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা লে. জেনারেল জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি।

এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাণী দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও পালন করবে বিএনপি। এরমধ্যে আজ ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১১টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতৃবৃন্দ।

দুপুর ১টায় অসহায় ও দুস্থদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ ও বিকাল ৩টা ৩০ মিনিটে একটি ভার্চুয়াল আলোচনা সভা হবে। বিএনপি কমিউনিকেশনের ফেইসবুক পেজ থেকে এ সভা সরাসরি সম্প্রচার করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply