স্ত্রীকে হত্যা: স্বামী- শাশুড়িসহ গ্রেফতার তিন

|

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি মাস্টারপাড়ার গৃহবধু মিনা ওরফে সাথী হত্যা মামলায় স্বামী ও শাশুড়িসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি শ্বশুর গনেশ রায় পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই সুকুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সুপার মুহাম্মদ মোখলেছুর রহমান আজ শনিবার দুপুরে এক প্রেস বিফ্রিং’এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, স্বামী তিমোথীয় রায়ের পরকীয়া ও শ্বশুর গনেশ রায়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন থেকে মিনার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চলে। নির্যাতনের হাত থেকে বাঁচতে গত ২৭ মে রাত সাড়ে ১১টার দিকে মিনা বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেয় মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পেছনে। রাতেই স্বামী তিমোথিয় রায়, শ্বশুর গনেশ রায়, শাশুড়ি শিউলী ও চাচি শাশুড়ি মিনতি তাকে ওই বিদ্যালয়ের পিছনে খুঁজে পায়। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা কাঁদাপানিতে চুবিয়ে হত্যার পর অর্ধ নগ্ন করে ফেলে রাখে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply