করোনার ভ্যাকসিন ‘প্রস্তুত’, ৯৯ শতাংশ কাজ করার নিশ্চয়তা চীনের

|

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে চীন। দেশটির বিজ্ঞানীদের দাবি, ভ্যাকসিনটি ৯৯ শতাংশ কার্যকর হবে। বেইজিংভিত্তিক জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাকের গবেষকেরা এ নিশ্চয়তা দেন। সিনোভ্যাকের গবেষণাগার পরিদর্শন শেষে এ নিয়ে নিউজ প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

বিশ্বজুড়ে ১০০টিরও বেশি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে ১০টির মতো ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি বর্তমানে পরীক্ষার দ্বিতীয় ধাপে আছে। এটি নিরাপদ কি না, তা পরীক্ষা করতে এক হাজার স্বেচ্ছাসেবীকে এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সিনোভ্যাকের গবেষকেরা বলেন, ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করতে তারা যুক্তরাজ্যে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

গত মাসে সিনোভ্যাক একাডেমিক জার্নাল ‘সায়েন্স’–এ তাদের গবেষণা ফলাফল প্রকাশ করে, যাতে করোনাভ্যাক নামে তাদের ভ্যাকসিনটি বানরের ওপর পরীক্ষায় সফল বলে জানানো হয়। এটি বানরের শরীরে করোনা–সংক্রমণ প্রতিরোধে সক্ষম হয়েছিল।

তবে সিনোভ্যাকের সামনে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে দেশটিতে রোগীর সংখ্যা কমে যাওয়া। তাই তারা তৃতীয় ধাপ সম্পন্ন করার জন্য সংক্রমণ বেশি এমন স্থান খুঁজছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply