প্লাজমা থেরাপি নিয়েও মারা গেলেন করোনা রোগী

|

করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করতে প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে প্রায়ই। সে ধারণায় বড় এক ধাক্কা হতে পারে, চট্টগ্রামে এক রোগীর মৃত্যু। ৬২ বছর বয়সী ওই রোগীর নাম চন্দন দত্ত। প্লাজমা দিয়েও বাঁচানো যায়নি তাকে। শনিবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, করোনার পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন চন্দন দত্ত। শুক্রবার তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখার পরও বাঁচানো যায়নি। গত ২৪ মে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনা আক্রান্ত ওই রোগী। তার বাড়ি চট্টগ্রাম মহানগরীর কাট্টলী এলাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭২ জনে। আর আক্রান্ত আড়াই হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply