এবার জাপানে ক্ষেপণাস্ত্র হামলার ভুল সতর্কবার্তা

|

ফাইল ছবি

হাওয়াই দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার ভুল সতর্কবার্তার দু’দিন পরেই একই ঘটনার পুনরাবৃত্তি জাপানে। তবে এবার সরকারি কর্তৃপক্ষ নয়, ভুলটা করেছে একটি গণমাধ্যম।

মঙ্গলবার সন্ধ্যায় জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে নেটওয়ার্ক তাদের অনলাইন ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠায় যে, উত্তর কোরিয়া জাপানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অবশ্য এর কয়েক মিনিট পর ভুল বার্তা হিসেবে ক্ষমা চায় এই গণমাধ্যমটি। এমন সময় ঘটলো যখন উত্তর কোরিয়া ও জাপানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে এখনও জানা যায়নি কেনো এরকম একটি ঘটনা ঘটলো।

গত সেপ্টেস্বরে জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর ‍দিয়ে উড়ে যায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল। যা প্রায় ২,০০০ কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের উপর আছড়ে পড়ে। এ সময়ও জাপানে মিসাইল সতর্কবার্তার সাইরেন বাজানো হয়।

এদিকে এই ভুল বার্তার জন্য ক্ষমা চেয়ে এনএইচকে ওয়েবসাইটে লেখা হয়, সন্ধ্যা ৬.৫৫ দিকে আমরা জানিয়েছিলাম যে, উত্তর কোরিয়া জাপানে ক্ষেপণাস্ত্র হামলা করছে, কিন্তু এটি একটি ভুল বার্তা, আমরা এজন্য ক্ষমা চাচ্ছি।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply