লকডাউনের প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ

|

আর্জেন্টিনায় লকডাউনের প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিবিসি।

বিক্ষোভ কারীদের দাবি, দেশটিতে দু’মাসেরও বেশি সময় ধরে কঠোর লকডাউন জারি রয়েছে। এখন তাদের ব্যবসা বাণিজ্য ও দোকান-পাট খুলে দিতে হবে।

বুয়েনস আয়ার্সসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলবার্তো ফেরনান্দেজের বিরুদ্ধে শ্লোগান দেয়। এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ আনে বিক্ষোভকারীরা।

এদিকে আর্জেন্টিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৬,০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply