মায়ের কবরের পাশে শায়িত হলেন শিল্পপতি আবদুল মোনেম

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নিজের প্রতিষ্ঠিত মসজিদের দক্ষিণ দিকে মায়ের কবরের পাশে শায়িত হলেন শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) প্রতিষ্ঠাতা আবদুল মোনেম।

রোববার মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে নিজের প্রতিষ্ঠিত জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, রামরাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহাদাত খান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম, আবদুল মোনেমের দুই ছেলে এ এস এম মাইনুদ্দিন মোনেম ও এ এস এম মহিউদ্দিন মোনেম, জামাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হয়। এই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান উপস্থিত ছিলেন।

এরআগে রোববার সকাল আনুমানিক ১০ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আবদুল মোনম।

গত ১৭ মে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন জনাব আব্দুল মোনেম। দেশের একজন প্রথম সারির ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তিনি। পদ্মসেতু সংযোগ সড়কসহ দেশের বড় বড় অনেক মহাসড়ক তার প্রতিষ্ঠান এএমএল-এর তৈরি। ইগলু, কোক-পেপসি তাদের সহ-প্রতিষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply