দস্যুপনার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে পা বাড়াতে আত্মসমর্পণ করেছে আরও ৩টি দস্যুবাহিনী। মঙ্গলবার, বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের হাতে অস্ত্র জমা দেন সুন্দরবনের দস্যু বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর ৩৮ সদস্য। এ নিয়ে র্যাবের মাধ্যমে ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিমের মধ্যস্থতায় ১৭টি বাহিনীর ১৯০ জন দস্যু সরকারের কাছে আত্মসমর্পণ করেছে।
প্রায় ২ বছরের এই আত্মসমর্পণ প্রক্রিয়ার এবারই ছিল সবচে বড় আয়োজন। একই সঙ্গে তিন বাহিনীর ৩৮ দস্যুর অস্ত্র-সমর্পণ। সহযোগিতার আর্জি সরকারের কাছে। একনজরে দেখে নেয়া যাক আত্মসমর্পণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত…
- আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন
- আত্মসমর্পণ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের মুখোশ উন্মোচন করার কথা বললেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ
- ক্ষমা চেয়ে বক্তব্য রাখছেন এক দস্যু প্রধান
- অস্ত্র জমা দিচ্ছেন এক দস্যু
- দস্যুদের জমা দেয়া অস্ত্র ও গোলাবারুদের একাংশ
Leave a reply