লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

|

লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার ৩৮ জনকে আসামি করে পল্টন থানায় মামলাটি করে সিআইডি। এর আগে লিবিয়ায় মানব পাচারকারীর গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় একটি মামলা করা হয়।

অন্যদিকে সোমবার এ ঘটনায় লিবিয়ান সরকারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের লেবার কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লিবিয়ায় মানব পাচারকারীরা গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে হত্যা করে। অন্য চারজন আফ্রিকার অভিবাসী। দেশটির এক মানব পাচারকারী মারা যাওয়ার পর প্রতিশোধ নিতে তার পরিবারের সদস্যরা ওই ৩০ জনকে গুলি করে হত্যা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply