গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। কুইনসটাউন ইভেন্ট সেন্টারে ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ টা।
প্রথম দুই ম্যাচে বড়ো জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। তবে এবারের প্রতিপক্ষ শক্তিশালি ইংল্যান্ড। নামিবিয়ার বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে নেট রানরেটে এগিয়ে ইংলিশরা। প্লাস ৪ দশমি ২ রানরেট ইংল্যান্ডের আর বাংলাদেশের প্লাস ২ দশমিক ১।তাই গ্রুপ চ্যাম্পিয়ন হতে এই ম্যাচে জয় ভিন্ন কোন পথ নেই সাইফ হাসান বাহিনীর জন্য।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। গ্রুপ সেরা হতে পারলে, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ বি’র ভারত-অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের যে কোন এক দল।
শেষ ম্যাচে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি আর আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে কানাডাকে ৬৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। আর প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারায় আফিফরা।
যমুনা অনলাইন: এম আই আর/
Leave a reply