বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আবারও ৫ হাজারের বেশি মৃত্যু

|

মাঝে কিছুদিন কমার পর আবারও বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু। ২৪ ঘণ্টায় প্রাণহানি আবারও পাঁচ হাজার ছুঁয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ২১ হাজার।

এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬৬ হাজারের মতো। বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল-মেক্সিকো। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় ১৩শ’ মানুষের; মেক্সিকোতে ১১শ’; দুই দেশেই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। ব্রাজিলে নতুন সংক্রমণ ধরা পড়েছে ২৮ হাজার। যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি মৃত্যু হয়েছে বুধবার। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ। এদিন মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল যুক্তরাজ্য-রাশিয়াতেও।

এদিকে পাশ্ববর্তী দেশ ভারতে আবারও করোনায় রেকর্ড সংক্রমণ। বুধবার প্রথম নয় হাজার ৬০০ এর বেশি করোনা রোগী শনাক্ত হয় দেশটিতে। মোট আক্রান্ত দুই লাখ ১৭ হাজার। এছাড়া একদিনে মারা গেছেন আড়াইশ’র বেশি মানুষ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply