ত্রুটিপূর্ণ কিটের কারণে প্রথমেই হোঁচট খেল চবির নমুনা পরীক্ষা কার্যক্রম

|

ত্রুটিপূর্ণ কিটের কারণে প্রথমেই হোঁচট খেল চবির নমুনা পরীক্ষা কার্যক্রম

বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কথা থাকলেও ত্রুটিপূর্ণ কিটের কারণে তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কিটগুলোতে ত্রুটি পাওয়ায় নমুনা পরীক্ষা সম্ভব হয়নি। কিটগুলো এরই মধ্যে ফেরত পাঠিয়ে নতুন কিট আনার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার হাটহাজারী ও রাউজান থেকে প্রেরিত নমুনা পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ। কিন্তু গবেষকরা কিটে ত্রুটি শনাক্ত করলে তা যাচাই বাছাই করা হয়। ত্রুটি থাকার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর নমুনা পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে তারা স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কিট দিয়ে পরীক্ষা না করে তা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো কিটগুলো ত্রুটিপূর্ণ। আমরা সেগুলো ফেরত পাঠাচ্ছি। আপাতত আর পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্য অধিদফতর থেকে ফিরতি কিট পাঠালে আবার পরীক্ষা শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply