পাকিস্তানে মন্ত্রীর পর করোনায় দুই সংসদ সদস্যের মৃত্যু

|

পাকিস্তানে বুধবার দুইজন জন আইন প্রণেতা করোনাভাইরাসে এ আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর ডন। এরআগে মঙ্গলবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী গোলাম মুর্তজা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৭৭২ জন।

বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইন প্রণেতা মিয়া জামশেদ দিল কাকাখেল ৬৫ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে মারা যান। পাঞ্জাবের অপর এক সংসদ সদস্য মারা গেছেন যার নাম শওকত মানজুর চীমা।

ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যআনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ২৬৪ জন। মারা গেছে ১ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছে ৩০ হাজার ১২৮ জন। হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৫২ হাজার ৩৬৬ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আক্রান্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে সিন্ধুপ্রদেশ। এ পর্যন্ত সিন্ধুপ্রদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯১০ জন। সিন্ধুর পরেই পাঞ্জাবপ্রদেশে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১০৪ জন। খাইবার পাখতুনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৮ জন। বেলুচিস্তানে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৫ হাজার ২২৪ জন। রাজধানী ইসলামাবাদে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৪ জন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply