ময়মনসিংহে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

|

ছবি: প্রতীকী

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বজ্রপাতে দুই কিশোর ও এক গরু ব্যবসায়ী মারা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দুইটার পর পৃথক বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জঙ্গলবাড়ী গ্রামের আইয়ুব আলীর ছেলে গরু ব্যবসায়ী মোতালেব (৫০), আছিম পাটুলী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রবিন (১৩) ও অন্যজন বিদ্যানন্দ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইমরান।

ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দুইটার দিকে উপজেলার জঙ্গলবাড়ি এলাকার গরু ব্যবসায়ী মোতালেব মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, দুপুর তিনটার দিকে আছিম পাটুলী গ্রামের রবিন বাড়ির পাশে খেলা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে বিকাল সাড়ে তিনটার দিকে বিদ্যানন্দ গ্রামের ইমরান বাড়ির পাশে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে মারা যায়।

নিহত তিনজনের লাশ বাড়িতেই আছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply