করোনায় প্রথম মৃত্যুহীন দিন দেখলো নিউইয়র্ক

|

নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মার্চ মাসের পর স্থানীয় সময় বৃহস্পতিবার এই প্রথম করোনায় মৃত্যুহীন দিন দেখলো নিউইয়র্ক।

১১ই মার্চ শহরটিতে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় এবং এপ্রিলের ৭ তারিখ একদিনে ৫৯০ জনের মৃত্যুর মধ্য দিয়ে তা চরম আকার প্রকাশ করে। তবে অবস্থার উন্নতির সাথে সাথে ৯ মে’র পর দিনে মত্যুর সংখ্যা ১০০র কম হতে থাকে বলেও জানায় নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ।

তবে বৃহস্পতিবার করোনা সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের করোনা পরীক্ষার ফলাফল আসার পর বলা যাবে তাদের মৃত্যুর আসল কারণ।

নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনার হটস্পট হিসেবে বিবেচিত নিউইয়র্কে ১৬ হাজার ৯৯২ জন মানুষের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে, এছাড়াও ২ লক্ষ ২ হাজার ৩১৯ জন করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে ৪ হাজার ৭৬০ জন করেনা সন্দেহে মৃত্যুবরণ করেন। এর মাঝে বৃহস্পতিবার করোনা সংক্রমণে কোন মৃত্যু না হওয়াটা শহরটির জন্য আশার সংবাদ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply