রায়ের প্রতি শ্রদ্ধাশীল, উপনির্বাচন আপাতত স্থগিত: কমিশন সচিব

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বলেন, কমিশন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, স্থাগিতাদেশের বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।

কমিশন সচিব জানান, ১৯ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেউ জমা দেয়নি। তবে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়া ২ জনের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জটিলতা নিরসন না করে তফসিল ঘোষণার বিষয়ে হেলালুদ্দীন বলেন, তফসিল ঘোষণার সময় তাদের চোখে তেমন কোনো জটিলতা পরিলক্ষিত হয়নি। তবে, এখন আদালতের স্থগিতাদেশের বিষয়টি খতিয়ে দেখবে কমিশন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply