ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

|

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদও গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, যখন দরকার কেবল তখনই তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। গত ২৪ মে গণস্বাস্থ্যের কিট দিয়ে কোভিড-১৯ পরীক্ষা করানো হলে করোনা পজেটিভ নিশ্চিত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বিএসএমএমইউ এর পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করান তিনি। সেখানেও একই ফলাফল আসে।

এরপর তিনি প্লাজমা থেরাপি নেন। কিডনি জটিলতার কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালেই চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply