২৫ স্কুল থেকে ১৩ মাসে ১ কোটি রুপি বেতন তুলে গ্রেফতার হলেন শিক্ষিকা!

|

একসঙ্গে ২৫টি স্কুলে শিক্ষকতা করতেন তিনি! ১৩ মাসের মোট বেতন তুলেছেন ১ কোটি রুপি। অবিশ্বাস্য হলেও এমনটিই ঘটিয়েছেন ভারতের উত্তর প্রদেশের শিক্ষিকা অনামিকা শুক্লা। পরে খবর পেয়ে জালিয়াতির মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। খবর ইন্ডিয়া টুডে’র।

দেশটির উত্তরপ্রদেশের রায়বেরিলির কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা অভিযুক্ত অনামিকা শুক্লা একইসঙ্গে আম্বেদকর নগর, বাঘপত, আলিগড়, সাহারানপুর ও প্রয়াগরাজের মোট ২৫টি স্কুলে শিক্ষকতা করতেন।

সম্প্রতি প্রদেশটির শিক্ষক-শিক্ষিকাদের তথ্যের ডিজিটাল ডেটাবেস তৈরি করার সময় বিষয়টি সামনে আসে। দেখা যায়, ২৫টি স্কুলে একজন মহিলা শিক্ষকতা করছেন।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৩ মাস বিভিন্ন স্কুল থেকে মোট এক কোটি রুপি বেতন তুলেছেন ওই শিক্ষিকা। মার্চ মাসে ঘটনাটি সামনে আসতেই তার বেতন আটকে দেওয়া হয়। হতে হলো গ্রেফতারও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply